প্রবল বর্ষণ জারি উত্তরে, দক্ষিণে বৃজ্রবিদ্যুতসহ হালকা বৃষ্টির পূর্বাভাস: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির সেকেন্ড ইনিংসে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গেলেও, কার্যত সংশয় দেখা দিচ্ছে উত্তরবঙ্গকে নিয়ে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, প্রবল বৃষ্টির জেরে উত্তরের বেশকিছু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি ধস নামারও আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গে সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরবঙ্গের উপর দিয়ে যাওয়ার ফলে, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, প্রবল বর্ষণের তোড়ে উত্তরবঙ্গ ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর বেড়ে গিয়ে প্লাবনের সঙ্গে ধসের সম্ভাবনা রয়েছে। সেই কারণে লাল সতর্কতা জারী করা হয়েছে উত্তরের বেশকিছু এলাকায়।

5239bc9b86ae4c268f743dd2e08e1d5e 5239bc9b86ae4c268f743dd2e08e1d5e 0 1597059592446 1597059635203

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা90%
বাতাস11 km/h
মেঘে ঢাকা93%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে কখনো কখনো বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

IMG 20200912 WA0015

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বাংলার উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করার পাশাপাশি আলিপুরদুয়ারের কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ১ লা জুলাই দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা এবং কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ২ রা এবং ৩রা জুলাইও কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

delhi rain pti 1621351437

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে ভারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কয়েকবার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করার পাশাপাশি মুশির্দাবাদ, নদীয়া, বীরভূমেও বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর