বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (weather office) আগেই জানিয়েছিল, এবছর বর্ষা আসবে সঠিক সময়েই। গোটা মার্চ এপ্রিল জুড়ে তীব্র দাবদাহে সেদ্ধ হয়েছে বাংলার মানুষ। তবে এপ্রিলের শেষের দিকে সামান্য ঝোড়ো হাওয়া বইলেও, মে মাসেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া দফতর। আর সেই পূর্বাভাস মতই আজ রাজ্যের বেশকিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আবার আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২ রা মে রাজ্যে ভোট গণনার দিন বাংলার আকাশের মুখ ভার থাকারই সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণের বেশকিছু জেলায় রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। চলবে টানা ৪-৫ দিন।
হাঁসফাঁস গরমের থেকে স্বস্তি দিতে জলপাইগুড়ি, নদিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগণায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকেই। তবে আজ রাজ্যের উত্তরের বেশকিছু এলাকায়- আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং রয়েছে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি সম্ভাবনা। সেইসঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস। নামবে তাপমাত্রার পারদও।
আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও, সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন নাও হতে পারে। তবে সকালের দিকে কিছুটা মেঘলা আবহাওয়া থাকলেও, বেলার দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মে মাসের আগমন ঘটতেই ঝড় বৃষ্টিরও পূর্বাভাস দিতে শুরু করেছেন আবহাওয়াবিদরা।