বদলাচ্ছে নিম্নচাপের গতিপথ, রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা জারী করল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ নিম্নচাপের বৃষ্টি যেন কিছুতেই পেছন ছাড়ছে না বাংলার। কখনও উত্তর তো কখনও দক্ষিণ, নিম্নচাপের জেরে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। তবে আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, বর্তমান সময়ে দক্ষিণবঙ্গের উপর থেকে বৃষ্টির ফাঁড়া কাটলেও, এবার ভাসবে উত্তরবঙ্গ। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33 ° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা88%
বাতাস8 km/h
মেঘে ঢাকা44%

todays Weather report 11 th september of west Bengal

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্তমান সময়ে ঝাড়খণ্ড ও বিহারের উপরে থাকা নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে, শনি ও রবিবার নাগাদ বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে উত্তরের জেলাগুলোতে। যার ফলে, দক্ষিণ পেরিয়ে এবার উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

todays Weather report 25 th september of west Bengal

অন্যদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ারে রবিবার ভারী বর্ষণেরর জন্য জারি করা হয়েছে কমলা সতর্কর্তা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভবনা। ভাসতে পারে গোটা উত্তরবঙ্গ।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর