একদিকে চলবে বৃষ্টি, অন্যদিকে বাড়বে গরম, জেনেনিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ দেশের পূর্বদিকে বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। যার কারণে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, সপ্তাহ ভোর গোটা দেশ জুড়েই চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে বৃষ্টির পরিমাণটা উত্তরবঙ্গে কিছুটা বেশি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে জারী থাকবে আদ্রতা জনিত অস্বস্তি, চড়বে তাপমাত্রার পারদ। গরমে হাঁসফাঁস করবে শহরবাসীর প্রাণ। তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা এবং দুএক পশলা বৃষ্টির দেখাও মিলতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর।

Monsoon in Delhi

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা35 ° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা83%
বাতাস0 km/h
মেঘে ঢাকা86%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টিপাত এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

todays Weather report 22 nd june of west Bengal

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় হালকা বৃষ্টির চেয়েও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে, রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টিপাত এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর