বাংলাহান্ট ডেস্কঃ নিম্নচাপের রেশ কাটলেও, বৃষ্টি এখনই পেছন ছাড়ছে না বঙ্গবাসীর। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, রাজ্যে ফের রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই মেঘলা আবহাওয়া, আকাশের মুখ ভার। তবে সপ্তাহান্তেই জাঁকিয়ে শীতের পূর্বাভাসও পাওয়া গিয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে ১১ ই ডিসেম্বর থেকেই। কিন্তু এদিকে আবার মেঘলা আবহাওয়া পেছন ছাড়ছে না। হাওয়া অফিস সূত্রে খবর, এই মেঘলা আবহাওয়া কেটে গেলেই, জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তাপমাত্রার পারদ নামবে ৩-৪ ডিগ্রি। জমিয়ে পিঠে পুলি খাওয়ার সময় হয়ে গিয়েছে এখন।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 28° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 19° C |
আদ্রতা | 86% |
বাতাস | 0 km/h |
মেঘে ঢাকা | 32% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং-এও। উত্তর-পশ্চিম দিকে ঠান্ডা হাওয়া এবং বঙ্গপোসাগরের আদ্রতাজনিত হাওয়া উপরে ওঠার কারণে মেঘ এবং সেই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে ও রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।