আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই বদলাবে আবহাওয়া, বাংলার দুই জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস ছিল, শুক্রবার থেকে একটু একটু করে কমবে বৃষ্টির পরিমাণ। সেই মতই শুক্রবার বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির দেখা মিলেছিল। কিন্তু শনিবার সকালেই অন্যরকম পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২-৩ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা। সকাল থেকেই আকাশে মেঘের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থাকার সপ্তাহের প্রথম থেকেই বৃষ্টিতে ভিজেছে বাংলার মানুষ। বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সমানভাবে দেখা গিয়েছিল। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমার পূর্বাভাস দিলেও, কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস রয়েছে।

hvvcjvcjd

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা86%
বাতাস8 km/h
মেঘে ঢাকা99%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

monsoon delhi 1623911092

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

সপ্তাহজুড়ে জারি থাকা বৃষ্টির পরিমাণ শুক্রবার থেকে কিছুটা কমতে শুরু করেছে। তবে আজকের দিনে কিছুক্ষণের মধ্যেই বাংলার দক্ষিণের দুটি জেলায় দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা। তবে উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। তবে আগামী ৩ দিন দক্ষিণে অস্বস্তির গরম বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও রয়েছে।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর