বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির আবহাওয়া কাটতেই এবার জমিয়ে শীতের ব্যটিং-র পালা। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিক থেকেই অর্থাৎ আজ থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। এবার ক্রমশ দাপট বাড়বে উত্তুরে হাওয়ার।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আগামী কয়েকদিনে আর ঢুকবে না উত্তর পশ্চিম ভারতে। তবে বাতাসে জলীয়বাষ্প একটু বেশি পরিমাণে থাকায়, বাড়তে পারে কুয়াশার পরিমাণ। কুয়াশার চাদরে ঢাকতে পারে গোটা বাংলা। উত্তরবঙ্গ পেরিয়ে এবার দক্ষিণবঙ্গেও দেখা দেবে কনকনে শীতের আমেজ।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 27° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 18° C |
আদ্রতা | 85% |
বাতাস | 0 km/h |
মেঘে ঢাকা | 51% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে। বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।