বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া (Weathe) পরিস্থিতি খুব একটা ভালো ঠেকছে না। দেখে মনে হচ্ছে- এই বুঝি সমস্ত আকাশ ভেঙ্গে ঝাঁপিয়ে নামবে বৃষ্টি। তবে এই বৃষ্টি ঠিক কখন নামবে, আদৌ কতটা পরিমাণ হবে- তা সঠিকভাবে বলা সম্ভব নয়।
বুধবার রাজ্যের বেশকিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে দেখা গিয়েছে। কিন্তু কলকাতার আকাশে ছিল ঝকঝকে রোদের উপস্থিতি। তবে দুপুর গড়াতে সামান্য মেঘলাচ্ছন্ন পরিবেশ তৈরি হলেও, সন্ধ্যের দিকে মাত্র দু এক ফোঁটা বৃষ্টি পড়তে না পড়তেই আবার তা মিলিয়ে গেল আকাশে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজকের দিনে বাংলার উত্তরের বেশকিছু জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের আকাশে তীব্র রোদের তেজ আজ আর দেখা নাও যেতে পারে। মেঘে কিছুটা ঢেকে রয়েছে আকাশ। বেলার দিকে সামান্য বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও, সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজকের দিনে আশা করা যাচ্ছে মধ্যগগনে সূর্যের তীব্র তেজ দেখা নাও যেতে পারে। তবে দক্ষিণের বাতাসের উষ্ণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।