এই সপ্তাহে ৮ টি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ জাঁকিয়ে শীত পরার আগেই, নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (weather office)। যার জেরে সপ্তাহান্তে অন্তত ৮ টি রাজ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জলীয় বাষ্প জেলাগুলোতে প্রবেশ করার ফলে এই পরিস্থিতি তৈরি হতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, ১২ ই নভেম্বর উত্তরবঙ্গে দার্জিলিং-এ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাকি জেলাগুলো শুকনোই থাকবে। আবার দক্ষিণবঙ্গের ৮ জেলা অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে রাতের তাপমাত্রাও।

rain

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32° C
সর্বনিম্ন তাপমাত্রা23° C
আদ্রতা81%
বাতাস8 km/h
মেঘে ঢাকা75%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২3 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

QT cold

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টিপাত এবং রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর