বাংলার এই তিনটি জেলায় আজ হতে পারে বৃষ্টি: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই কখনও চড়া রোদ, আবার কখনও মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে বাংলার দক্ষিণের আকাশে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, দক্ষিণে এই রোদ ছায়া খেলা চললেও, বাংলার উত্তরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গতকাল থেকেই দেখা যাচ্ছে সেই বৃষ্টির দাপট। তবে দক্ষিণে তাপমাত্রা বেশ চড়াই থাকবে।

সোমবার এবং মঙ্গলবার বাংলার উত্তরের এবং দক্ষিণের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পাশাপাশি হাওয়া দফতর জানিয়েছে, উপকূল ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ওই সকল এলাকায় এবং উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

vjvbbbcbc

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা34° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা83%
বাতাস18 km/h
মেঘে ঢাকা99%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

karnataka post

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

সোমবার উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণে রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্রে রয়েছে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় বৃষ্টিপাত এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর