জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা, বড়োসড়ো আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকালে মেঘলা আকাশ বিরাজ করলেও, বেলার দিকে আবহাওয়া (weather) পরিবর্তন হয়ে দেখা গিয়েছে। মেঘলা আকাশ কেটে গিয়ে দেখা গিয়েছিল তীব্র রোদের তেজ। কলকাতার আকাশে বৃষ্টির কোন উপস্থিতি ছিল না গতকাল। বেলার দিকে তীব্র রোদের তেজে নাজেহাল হয়ে পড়েছিল বঙ্গবাসী।

শুক্রবার সকাল থেকেই বেশ রোদ ঝলমলে সকাল দেখা যাচ্ছে। আজকের আকাশ পরিষ্কার থাকলেও, বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাত না হলেও, হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন প্রান্তে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সেভাবে পূর্বাভাস না থাকলেও, উত্তরে কিছু বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।

আবহাওয়া

আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকটা কিছুটা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গতকালের মতই তীব্র রোদের তেজ দেখা দিতে পারে।

176

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজকের দিনে বাংলার উত্তরের বেশকিছু জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের আকাশে সেভাবে বৃষ্টির কোন পূর্বাভাস নেই আপাতত। গরম আরও বাড়তে পারে জানিয়েছে আবহাওয়াবিদরা।


Smita Hari

সম্পর্কিত খবর