বড়সড় বদল ঘটতে চলেছে আবহাওয়ায়, শীতলতম শীত দেখতে চলেছে ভারত: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, চলতি মরশুমে বেশ জাঁকিয়ে পড়তে চলেছে ঠান্ডা। অন্যান্যবারের তুলনায়, এবার কিছুটা বেশিই ঠাণ্ডা অনুভব করতে চলেছে বঙ্গবাসী। যার আঁচ প্রায় এখন থেকেই পেতে শুরু করেছে মানুষজন।

চলতি বছর আবহাওয়ার বেশ ভালোই পরিবর্তন লক্ষ্য করা গেছে। যার ফলে উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এবং কেরালায় বৃষ্টির জেরে ভারী বন্যা দেখতে পেয়েছে দেশবাসী। তাই ধারণা করা হচ্ছে, এবারে যেমন গ্রীষ্ম, বর্ষা সবেতেই আবহাওয়ার যেমন চরমতম পরিণতি লক্ষ্য করা গিয়েছিল, সেরকমই শীতেও বেশি ঠাণ্ডা পড়তে দেখা যাবে।

QT cold

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32° C
সর্বনিম্ন তাপমাত্রা25° C
আদ্রতা73%
বাতাস8 km/h
মেঘে ঢাকা62%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

weather2 621x414 1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর