ফের নিম্নচাপ! পুজোর দিন গুলোতে কতটা পড়বে প্রভাব, জানালো আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ পুজোয় নিম্নচাপের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর (weather office)। তবে সেই পূর্বাভাস জারি থাকলেও, বদলেছে বৃষ্টির ধরণ। নিম্নচাপের আগমনের সময় কিছুটা পিছিয়ে যাওয়ায়, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা শুনে কিছুটা হলেও স্বস্তি পেল বাংলার মানুষজন।

পূর্বে হাওয়া অফিস জানিয়েছিল নিম্নচাপের জেরে অষ্টমী থেকে দশমী চলবে ভারী বৃষ্টিপাত। তবে বর্তমান সময়ে জানা গিয়েছে, উত্তর আন্দামানে তৈরি হওয়া নিম্নচাপের যে সময়ে ওড়িশা উপকূলে আসার কথা ছিল, সেই সময় কিছুটা পিছিয়ে গেছে। যার ফলে অষ্টমী, নবমী, দশমী এবং একাদশীতেও নেই ভারী বৃষ্টি সম্ভাবনা। হতে পারে হালকা বৃষ্টি। তবে রবি এবং সোমবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

in bengal rain 0

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা35° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা81%
বাতাস0 km/h
মেঘে ঢাকা75%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

ccbcbbc

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
পুজোর মরশুমে উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে উপকূল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়তে পারে রবি সোমে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর