বাংলাহান্ট ডেস্কঃ তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। বৃষ্টির পূর্বাভাস থাকলেও, মিলছে না বৃষ্টির দেখা। আবহাওয়া দফতর (weather office) গতকাল বৃষ্টির পূর্বাভাস দিলেও, কলকাতাবাসী গরমে সেদ্ধ হয়েছে একপ্রকার। বাঙালীর মন চাতকের মত অপেক্ষা করছে এক ফোঁটা বৃষ্টির জন্য।
সোমবার দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস শুনে কিছুটা হলেও, আশার আলো দেখেছিল কলকাতাবাসী। কিন্তু দিনের শেষে অস্বস্তির গরম গ্রাস করল। বৃষ্টির দেখা পাওয়া তো দূর, চৈত্র শেষের গরমে হাঁসফাঁস করছে বাংলার মানুষ। বৃষ্টির দেখা না মেলায় উল্টে আবহাওয়াবিদদের উপরই ক্ষিপ্ত হল বাংলার মানুষ।
আজকের আবহাওয়া
মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রার সেভাবে কোন পরিবর্তন না হলেও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সকাল থেকেই কখনও সূর্যের তেজ আবার কখনও ছায়া আবহাওয়া বিরাজ করছে। তবে আজকের দিনে তাপমাত্রা বৃদ্ধি ছাড়া বৃষ্টির কোন পূর্বাভাস নেই।
এদিকে চৈত্র শেষে বৃষ্টির কোন পূর্বাভাস না থাকলেও, নতুন বছরে বৃষ্টির আশা করছে বাংলার মানুষ। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার নাগাদ বাংলার বেশকিছু এলাকায় বিশেষত বাংলার উত্তরদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণের কয়েকটি জায়গায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুক্রবার থেকেই বইতে শুরু করবে ঝোড়ো হাওয়া।