বাংলাহান্ট ডেস্কঃ শীত বিদায়ের অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, তাপমাত্রার পারদ বৃদ্ধির এই রেশ এবার অব্যাহত থাকবে। নতুন করে আর ঠাণ্ডা পড়ার কোন সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায় সামান্য কুয়াশা পড়তে দেখা যেতে পারে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস, এরই মধ্যে রয়েছে আবার ঘূর্ণাবর্তের আশঙ্কা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্তের অস্তিত্বের আভাস পাওয়া গেছে, যা বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকার ওপরে বর্তমানে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের ভবিষ্যৎ গতিপ্রকৃতি এখনও জানা সম্ভব হয়নি। পরবর্তীতে জানা যাবে।
এদিকে আবার সামনেই ‘ভ্যালেন্টাইন্স ডে’ এবং ‘সরস্বতী পুজো’ আসছে। ভালোবাসার এই আবহে নাকি কিছুটা মুখ ভার করে থাকতে পারে আকাশ, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মেঘলা আকাশ থাকলেও, বৃষ্টির আপাতত কোন সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তাপমাত্রা এবার থেকে শুধু বাড়তে থাকবে।
আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানা গিয়েছে।
তিলোত্তমা থেকে প্রায় বিদায় নেওয়ার পথে শীত। সকালের দিকে হালকা গরম পোশাক পড়লেও, বেলা গড়ালেই তা আর গায়ে রাখা যাচ্ছে না। তেমনই রাতের দিকে এখন হালকা গরম কম্বলেই কাজ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ঠাণ্ডার এই উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা বেশ ভালো ভাবেই অনুভব করা যাচ্ছে। শীত বিদায়ের পর এবার আবহাওয়ার শীরোনামে জায়গা করে নেবে ঋতুরাজ বসন্ত।