শেষ পৌষে উধাও শীত, ৪ দিনের মধ্যেই বদলে যাবে আবহাওয়া, ফিরবে শীত: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ শীতের মাঝেই হানা দিয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পৌষের এই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদেরও হেরফের হতে শুরু করেছে। তাপমাত্রার পারদ সামান্য চড়লেও, শনিবার থেকে তা ধীরে ধীরে কমতে শুরু করবে।

শুক্রবার অবধি বৃষ্টির পূর্বাভাস থাকলেও, শনিবার থেকে শুকনো আবহাওয়া বিরাজ করবে গোটা রাজ্যে। শেষ পৌষে এভাবে শীত উধাও হলেও, সপ্তাহান্তে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আজকের দিনে কলকাতা এবং হাওড়ায় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব -পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

todays-weather-report-10 th-january-of-west-bengal

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা25° C
সর্বনিম্ন তাপমাত্রা19° C
আদ্রতা93%
বাতাস10 km/h
মেঘে ঢাকা100%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘ বৃদ্ধি পাবে এবং রাতের দিকে কয়েকবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

winter9 1578886388

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি ও রাতের দিকে সংক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর