কালো মেঘে ঘিরেছে আকাশ, ভ্যাপসা গরমের মাঝেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে: আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মেঘ বৃষ্টির খেলা চলতে থাকার মাঝেই হিমাচল প্রদেশের (himachal pradesh) ধরমশালা-সহ বিভিন্ন জায়গায় মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জেরে প্রবল ক্ষয় ক্ষতি হতে দেখা যায়। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, আজও বাংলার উত্তরে এবং দক্ষিণের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকালের বৃষ্টির জেরে একদিকে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জেরে বহু ঘর- বাড়ি, গাড়ি, দোকান জলের তোড়ে ভেসে গিয়েছ। আবার অন্যদিকে রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে বজ্রপাতের জেরে প্রাণ হারিয়েছেন ৭৫ জন মানুষ।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 33° C
সর্বনিম্ন তাপমাত্রা 28° C
আদ্রতা 87%
বাতাস 11 km/h
মেঘে ঢাকা 70%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণে রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্রে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণের বেশকিছু এলাকায় আকাশ কালো মেঘে ঘিরে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

Weather

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

X