কুয়াশার দাপট কমতেই উধাও ঠাণ্ডা, বাড়বে তাপমাত্রাঃ আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কুয়াশা কাটতেই আবারও চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, জম্মু কাশ্মীরে অবস্থিত পশ্চিমী ঝঞ্ঝা এবং পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্নের ঘূর্ণাবর্ত আচমকাই শীতের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যার জেরে প্রবেশের দোরগোড়ায় দাঁড়িয়েও ঠিকভাবে প্রবেশ করতে পারছে না কনকনে ঠাণ্ডা।

মাঝে বেশ কিছুদিন কুয়াশার কারণে সকাল থেকেই জাঁকিয়ে ঠাণ্ডা অনুভব করেছে বাংলার মানুষ। আলমারি থেকে আরামদায়ক শীত পোশাক গায়ে দেওয়াও শুরু করে দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই শীত কোথায় যেন পালিয়ে গেল। বাতাসে আবারও ফিরছে উষ্ণতার উপস্থিতি।

আজকের আবহাওয়া
সোমবার সকালে বেশ গরম অনুভূত হচ্ছে। রোদও উঠেছে মেঘের ফাঁকা দিয়ে। গায়ে গরম জামা প্রায় রাখা যাচ্ছে না বললেই চলে। সকালের দিকে যদিও বা পড়া যাচ্ছে, বেলার দিকে সেই গরম জামা আর গায়েই রাখা যাচ্ছে না। কুয়াশার দাপট সরে যেতেই বাতাস উষ্ণ হতে শুরু করেছে। যার ফলে পালিয়ে গিয়েছে কনকনে ঠাণ্ডা।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। গতকালের থেকে আজ রাতের তাপমাত্রা ১ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

weather

বঙ্গে ঠাণ্ডার ফেরার দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর
হঠাৎ করে ঠাণ্ডা চলে যাওয়ায় শীত প্রিয় বাঙালি কিছুটা বিমর্ষ হয়ে পড়েছে। শীতের পিঠে পায়েস, যত ঠাণ্ডা পড়বে, সেসব খাওয়ার মজাই আলাদা। তবে বাঙালির নিরাশ হওয়ার কোন কারণ নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার থেকে বঙ্গে ফিরছে কনকনে ঠাণ্ডা, পড়বে জাঁকিয়ে শীত।

X