বাংলাহান্ট ডেস্কঃ শীতের মাঝেও দাপট দেখাচ্ছে বর্ষা। শেষ পৌষে অর্থাৎ মকর সংক্রান্তিতে রাজ্যে বৃষ্টির পরিবেশ থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। শীতের আমেজ উধাও হয়ে গিয়ে এখন বৃষ্টির পরিস্থিতি বিরাজ করবে বলেই জানা গিয়েছে। বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে।
দুটি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে আগমনের কারণে শনি ও রবিবার সাময়িক শীতের আমেজ উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি থাকবে সোম এবং মঙ্গলবারও। আজও দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে বাংলায়। নামবে রাতের তাপমাত্রাও।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 22° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 18° C |
আদ্রতা | 90% |
বাতাস | 10 km/h |
মেঘে ঢাকা | 94% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি এবং রাতের দিকে আংশিক থেকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত রৌদ্রোজ্জ্বল ও রাতের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।