গোটা বাংলা জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও

বাংলাহান্ট ডেস্কঃ ধীরে ধীরে গোটা ভারতে বর্ষার প্রবেশ শুরু হয়ে গিয়েছে। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশের বেশিরভাগ অঞ্চলে বর্ষার প্রবেশ হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ এবং রাজস্থানে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

গোটা বাংলা জুড়েও চলছে বৃষ্টির দাপট। কখনও দক্ষিণ, আবার কখনও বা উত্তর, বিক্ষিপ্ত বৃষ্টি জারি রয়েছে গোটা বাংলা জুড়েই। আগামী ২৪ ঘণ্টায় বাংলার পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Monsoon in Delhi

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা87%
বাতাস11 km/h
মেঘে ঢাকা70%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

উত্তরের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়াররে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণে রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্রে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণের কলকাতা সংলগ্ন এলাকা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

vbvbvvbvbvbvb

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছু কিছু জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর