বাংলাহান্ট ডেস্কঃ হাতে বাকি আর মাত্র কদিন, তারপরই বাংলাইর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো। একেই তো চলছে করোনা আবহ, তারউপর পুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather)? আমফান ঘূর্ণীঝড়ে বাংলা তছনছ হয়ে গিয়েছিল। লণ্ডভণ্ড বাংলা সেরে উঠতে সময় লেগেছিল প্রচুর। এখনও সেই ভয়াবহ আতঙ্কের রেশ কাটেনি।
এরই মধ্যে আবারও সংগঠিত হয়েছিল ঘূর্ণীঝড় গতি। এই ঘূর্ণীঝড় বাংলায় আছড়ে না পড়লেও, প্রভাবিত হওয়ার আশঙ্কা ছিল কেরালা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, ছত্রিশগড়, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে। আবহাওয়া দফতর জানিয়েছিল ভারী বৃষ্টির সম্মুখীন হবে কেরালা উপকূল, অন্ধ্র উপকূল এবং কর্ণাটক উপকূল।
আজকের আবহাওয়া
আজকে সকাল থেকেই শহরের আকাশে রোদ ঝলমলে আলো দেখা যাচ্ছে। ঘূর্নীঝড় তৈরি হলেও, তা বাংলায় না আসায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে বাংলার মানুষজন। তবে বাতাসে জলীয় বাস্প থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বিনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতসহ সামান্য ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে রাতেও রয়েছে ঝড়ের সম্ভাবনা। তবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে বৃষ্টির অসুরের আগমন হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছে মানুষজন।