এখনই কমছে না এই বৃষ্টি, চলবে আগামী সপ্তাহ অবধি- জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির ধারা আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (weather office)। শনিবার প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, আগামী সপ্তাহের মঙ্গলবার অবধি দক্ষিণের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি দিনগুলোতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরের বিভিন্ন জেলাতেও জারী থাকবে বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা। যার ফলে বন্যা পরিস্থিতি এবং ধস নামার সম্ভাবনা রয়েছে। যার কারণে, পাহাড়ি এলাকার প্রশাসনকে এবং পর্যটকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

todays Weather report 21 st july of west Bengal

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা85%
বাতাস8 km/h
মেঘে ঢাকা86%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

todays Weather report 22 nd june of west Bengal

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

রবিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আগামী সপ্তাহে গোটা বাংলা জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর