শুরু হয়েছে শীতের আমেজ, আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের পরিস্থিতি জানালো আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (weather office) সূত্রে খবর, মঙ্গলবার ছিল মরশুমের শীতলতম দিন। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করতে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই বঙ্গে হু হু করে প্রবেশ করবে উত্তুরে হাওয়া, এমনটা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এবিষয়ে হাওয়া অফিস থেকে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ‘আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকবে। শীতল ও শুষ্ক হাওয়ার পাশাপাশি বিরাজ করবে উত্তুরে হাওয়াও। তবে কলকাতা অপেক্ষা জেলায় তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনাই বেশি’।

883323 770732 winter dna 04

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা25° C
সর্বনিম্ন তাপমাত্রা16° C
আদ্রতা77%
বাতাস0 km/h
মেঘে ঢাকা73%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

cold 6484800 835x547 m

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে। বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর