বাড়বে তাপমাত্রার পারদ, জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পর বৃহস্পতিবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাকি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসের মধ্যে আজ তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সকাল থেকেই মেঘের ফাঁকা দিয়ে রোদের তীব্র ঝলকানি লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনার মাঝেই রয়েছে তাপমাত্রার পারদ বৃদ্ধির সম্ভাবনা। তবে সকালের দিকে উত্তরের বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

vjvbbbcbc

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা35° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা84%
বাতাস11 km/h
মেঘে ঢাকা84%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণে রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। উত্তরপ্রদেশ, বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী ৪-৫ দিন বাংলার উত্তর এবং দক্ষিণের তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ তাপমাত্রার পারদ কিছুটা চড়তে পারে বলে জানা গিয়েছে।

dbbd

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর