বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। সেই প্রভাব সোমবারও লক্ষ্য করা যাচ্ছে। ভোরের দিকে এক প্রস্থ বৃষ্টির পর রয়েছে মেঘলা আকাশ। তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে।
হাওয়া অফিস জানাচ্ছে, এই বৃষ্টির পরিবেশ মঙ্গলবার থেকে বদলে যেতে পারে। অর্থাৎ আগামীকাল আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আজ দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে পরিস্কার আকাশ দেখা যেতে পারে।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 26° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 23° C |
আদ্রতা | 91% |
বাতাস | 11 km/h |
মেঘে ঢাকা | 99% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে ভারি বৃষ্টিপাত এবং রাতের দিকে কয়েকবার ভারি বৃষ্টিপাত হয়ায়ার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। আজও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তারপর থেকে কনকনে ঠাণ্ডা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীত পোশাক।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল ও রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।