বাংলাহান্ট ডেস্কঃ গরমে সেদ্ধ হওয়া বঙ্গবাসীর জন্য স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর (weather office)। নতুন বছরের শুরুতেই বৃষ্টি আগমনের সুখবর পেল বাংলার মানুষ। চলতি সপ্তাহের শেষ থেকে শুরু হয়ে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত চলতে পারে বৃষ্টি- এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আগামী ২৪ ঘন্টার মধ্যেই এই বৃষ্টির প্রভাব দেখা দিতে শুরু করবে বাংলার দক্ষিণবঙ্গে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর রবিবার নাগাদ মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেও একই পরিস্থিতি তৈরি হয়তে পারে।
অন্যদিকে, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলার বেশকিছু এলাকায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর বাকি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও, সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন নাও হতে পারে। তবে শুক্রবার সকাল থেকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে কলকাতার চারিপাশে। তবে বেলা বাড়তেই রোদের প্রকাশ ঘটবে।