থেমে গিয়েছে বৃষ্টি, এবার জাঁকিয়ে নামবে শীত: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশ পরিবর্তিত হচ্ছে আবহাওয়ার ধরণ। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই বদলাতে শুরু করেছে প্রকৃতি। বৃষ্টির ধারা বন্ধ হয়ে, দেখা দিয়েছে একটুকরো রোদের। সোমবার দুপুরের পর আর সেভাবে বৃষ্টি হতে দেখা যায় নি।

হাওয়া অফিস জানিয়েছিল, মঙ্গলবার থেকেই আকাশ পরিস্কার হতে শুরু করবে। আর সেই পূর্বাভাস মেনেই পরিস্কার হচ্ছে আকাশ। তবে এবার নামতে শুরু করবে রাতের তাপমাত্রা। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বেশকিছুটা নেমে গিয়েছিল। তবে এখন বেড়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবার থেকে কমবে তাপমাত্রা।

QT cold

 

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা29° C
সর্বনিম্ন তাপমাত্রা21° C
আদ্রতা87%
বাতাস10 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

kf42ga9k delhi cold weather delhi winter pti

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। এবার কনকনে ঠাণ্ডা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীত পোশাক।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর