সাগরে দানা বাঁধছে আরও একটি ঘূর্ণাবর্ত, এই সপ্তাহেই আছড়ে পড়বে বাংলায়: আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবারই রয়েছে বিশ্বকর্মা পুজো। কিন্তু তার আগে গত দুদিন ধরে আবহাওয়ার (weather) যে বিরূপ প্রভাব দেখা গিয়েছিল, তাতে করে কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল পুজো উদ্যোগক্তাদের। এদিকে আবার আবহাওয়া দফতর (weather office) বলেছে, সপ্তাহান্তে হানা দিয়ে পারে আর একটি ঘূর্ণাবর্ত। আশঙ্কার দিন গুনছে পুজো কমিটিগুলো।

নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পর গতকাল রোদের দেখা মিলেছিল। আজ সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বাতাসে প্রচুর জলীয় বাস্প থাকার দরুণ, হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহান্তের ঘূর্ণাবর্তের জেরে রবি এবং সোমবার বাংলার দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 31 ° C
সর্বনিম্ন তাপমাত্রা 27° C
আদ্রতা 90%
বাতাস 8 km/h
মেঘে ঢাকা 94%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপের অবস্থান বদলের পর ভারী বৃষ্টির পূর্বাভাস কিছুটা হলেও সরেছে। বর্তমান সময়ে বাংলার বেশকিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হতে পারে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে সংক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

X