বাংলাহান্ট ডেস্কঃ বাংলার উত্তর এবং দক্ষিণে আজ গোটা দিন ধরেই মেঘলা আবহাওয়া (weather) বিরাজ করবে। বৃষ্টি সাময়িক কমে গেলেও, বন্ধ হওয়ার এখনই কোন পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর (weather office)। হালকা মেজাজে বিক্ষিপ্ত ভাবে জারি থাকবে বৃষ্টির ধারা- এমনটাই জানা গিয়েছে।
বুধবার থেকে আবার কমতে শুরু করবে বৃষ্টির পরিস্থিতি। আবার বৃহস্পতিবার অবধি বেশকিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এসবের মধ্যে বাতাসে বাড়বে আদ্রতা জনিত অস্বস্তির পরিমাণ, বাড়তে পারে গরমও।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 29° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 28° C |
আদ্রতা | 91% |
বাতাস | 10 km/h |
মেঘে ঢাকা | 100% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
গত সপ্তাহে বাংলার উত্তরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পর, এই সপ্তাহেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে প্রচণ্ড বৃষ্টি হতে দেখা না গেলেও, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি দক্ষিণেও একই পূর্বাভাস রয়েছে। তবে আজ মেঘলা আকাশ থাকার দরুন, গুমোট গরম অনুভূত হতে পারে। তবে দুই ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।