দুর্দান্ত ইনিংস চলছে শীতের, আরো কমবে তাপমাত্রা, হু হু করে কাঁপবে বঙ্গবাসী: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ ফের মরশুমের সবথেকে শীতলতম দিনের মুখোমুখি বঙ্গবাসী। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, চলতি সপ্তাহে শুক্রবার অর্থাৎ আজ সবথেকে শীতলতম দিন। কলকাতা শহরে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ১৪ ডিগ্রির আশেপাশে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জাঁকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে গোটা রাজ্য জুড়েই। ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে দিল্লী, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং পূর্ব ভারতের অসম, মেঘালয়, মনিপুর এবং মিজোরামও। এবার হাড়কাপানো শীত আসছে বঙ্গে।

6 3

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা26° C
সর্বনিম্ন তাপমাত্রা16° C
আদ্রতা85%
বাতাস0 km/h
মেঘে ঢাকা17%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত মেঘলা এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

winter kolkata

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে। বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর