আর কিছুক্ষণের মাঝেই এই জেলাগুলিতে ধেয়ে আসছে বজ্রবিদ্যুতসহ বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ সরস্বতী পুজো পার করেও সকালের দিকে হালকা ঠাণ্ডা বিরাজ করছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস মতই বিদায় নিচ্ছে শীত। এবার থেকে চড়বে তাপমাত্রার পারদ। তবে একদিকে যখন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়ছে, তখন অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির আগাম পূর্বাভাস দিল হাওয়া অফিস।

জানুয়ারি পার করেও ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ অবধি ঠাণ্ডা বেশ ভালোই ব্যাটিং করেছে। তারপর ফেব্রুয়ারীর মাঝ বরাবর বঙ্গে প্রবেশ করেছে গরম হাওয়া। এখনই তাই ফ্যান, এসি চালাতেও শুরু করে দিয়েছে কেউ কেউ। তবে এখনও সকালের দিকে সামান্য কুয়াশা ঘেরা চারিপাশ দেখাতে পাওয়া যাচ্ছে।

iStock 956861656 500 x 334

আজকের আবহাওয়া
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানা গিয়েছে।

বঙ্গ থেকে প্রায় বিদায় নেওয়ার পথে শীত। সকালের দিকে হালকা গরম পোশাক পড়লেও, বেলা গড়ালেই তা আর গায়ে রাখা যাচ্ছে না। তেমনই রাতের দিকে এখন হালকা গরম কম্বলেই কাজ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ঠাণ্ডার এই উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা বেশ ভালো ভাবেই অনুভব করা যাচ্ছে। শীত বিদায়ের পর এবার আবহাওয়ার শীরোনামে জায়গা করে নেবে ঋতুরাজ বসন্ত।

in rainfall 4

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেরও বেশকিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, অসম, অরুণাচলপ্রদেশ, নেপাল, সিকিম, ভুটান এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় রয়েছে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতায় এখনই বৃষ্টির কোন পূর্বাভাস নেই।


Smita Hari

সম্পর্কিত খবর