টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বহু অংশ, ২৪ ঘন্টায় আরো বাড়বে বৃষ্টি: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, থামার কোন নাম গন্ধ নেই। আবহাওয়া দফতর (weather office) ঠিক যেমনটা বলেছিল, তেমনভাবেই বিরামহীন বৃষ্টির টেস্ট ম্যাচ চলছে গোটা বাংলা জুড়েই। তবে এখনই থামছে না এই বৃষ্টি, আরও বেশ কিছু দিন চলবে বলে জানিয়েছে হাওয়া দফতর। পাশাপাশি বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানা গিয়েছে।

ইতিমধ্যেই গত দুদিনের টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট এবং সাদার্ন অ্যাভিনিউয়ের বিস্তীর্ণ এলাকা জলবন্দি হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল থেকে কলকাতাসহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

monsoon 3

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা29° C
সর্বনিম্ন তাপমাত্রা25° C
আদ্রতা96%
বাতাস8 km/h
মেঘে ঢাকা94%

আজকের আবহাওয়া:

আজকে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় আরো ঘন ঘন বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

1.

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বাংলার দক্ষিণের কলকাতা, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বিকেলের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর