বাংলাহান্ট ডেস্কঃ বৈশাখ মাস পড়তে না পড়তেই বৃষ্টির আগমন ঘটতে শুরু করে দিয়েছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী বৈশাখী সন্ধ্যেতে ভিজেছে তিলোত্তমাও। কিছুটা হলেও, অস্বস্তিকর গরম থেকে মিলেছে রেহাই। বৃষ্টির পরিমাণ খুব সামান্য হলেও, ঝোড় হাওয়া দেওয়ায় পরিবেশ আগের থেকে অনেক বেশি শান্তির হয়েছে।
ভোট মরশুমে উত্তপ্ত বাংলা। গতকাল পঞ্চম দফার নির্বাচনে বেশকিছু জায়গায় উত্তেজনা ছড়ায়। তবে সব উত্তেজনাকে নিমেষে ঠাণ্ডা করতে, সন্ধ্যের দিকে উদ্যোগ নেয় প্রকৃতি। হঠাতই দিতে শুরু করে দমকা বাতাস। বঙ্গোপসাগর থেকে আচমকাই পূবালী বায়ু প্রবেশ করায়, আবহাওয়ার এই পরিবর্তন বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
তবে এই পূবালী বায়ুর ফলে তাপমাত্রার পারদ বেশকিছুটা নেমে গিয়েছে। যাতে করে বেজায় খুশি বঙ্গবাসী। তবে আগামী ২৩ থেকে ২৪ শে এপ্রিলের মধ্যে তাপমাত্রার পারদ উর্দ্ধগামী হওয়ার প্রবল সম্ভাবনা। যার জেরে ৪০ ডিগ্রির ঘর ছুঁয়ে যেতে পারে তাপমাত্রার পারদ।
আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় মূলত আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন না হলেও, কিছুটা কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সকাল থেকেই বাংলার বেশকিছু এলাকায় আবছা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে বেলার দিকে দুএক জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।