বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের দিনে গরমে নাজেহাল বাংলার মানুষ। আবহাওয়ার (weather) বিরূপ প্রভাবে চড়ছে তাপমাত্রার পারদ। আবারও তাপমাত্রা এগোচ্ছে ৪০ ডিগ্রির দিকে। নেই বৃষ্টির দেখাও। তবে এরই মাঝে বাংলায় ১৬ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, যা শুনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী।
একদিকে প্রবল অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে বাংলার মানুষ, আর অন্যদিকে ঘূর্ণিঝড় তাউকটে গোয়া, কেরলের পর তছনছ করে দিল মহারাষ্ট্র, গুজরাট উপকূল। সোমবার রাত ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত গুজরাট উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় তাউকটে। কোন হতাহতের খবর পাওয়া না গেলেও, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ক্ষতি হয়েছে গোয়াতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসারও সিদ্ধান্ত নিয়েছেন।
আজকের আবহাওয়া
মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘ বৃদ্ধি পাবে এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
সকাল থেকেই চড়া রোদের তেজ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায়। বৃষ্টি তো দুরস্তর, আকাশে কালো মেঘের দেখা পর্যন্ত নেই। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বেলার দিকে কিছুটা হলেও ঝোড়ো হাওয়া এবং সঙ্গে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে।
এরই মাঝে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় বাংলার উত্তরের প্রায় সব জেলা এবং দক্ষিণের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।