বাংলহান্ট ডেস্কঃ বেশ ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। অগ্রহায়ণের শুরুতেই বেশ শীত অনুভব করা গেলেও, সপ্তাহান্তেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (weather office)। বৃষ্টির পূর্বাভাস জারি না করলেও, নিম্নচাপের কারণে শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
যার ফলে জাঁকিয়ে শীত অনুভব করার আগেই, কিছুটা গরম অনুভব করতে চলেছে বঙ্গবাসী। তবে ইতিমধ্যেই লেপ, কম্বল, শীত পোশাক আলমারি থেকে বেরিয়ে জায়গা করে নিয়েছে বঙ্গবাসীর আলনায়। সকালের দিকে এবং রাতের দিকে রাস্তাঘাটে শীত পোশাক পরিহিত মানুষজনও দেখা যাচ্ছে।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 30° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 19° C |
আদ্রতা | 81% |
বাতাস | 13 km/h |
মেঘে ঢাকা | 64% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। এবার কনকনে ঠাণ্ডা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীত পোশাক।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে ও রাতের দিকে আবছা রোদ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।