বাংলাহান্ট ডেস্কঃ পুজো নির্বিঘ্নে কাটলেও, লক্ষ্মী পুজো অবধি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর (weather office)। তাই রবিবারের পর সোমবার সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে। আকাশ কালো করে রয়েছে। কলকাতা-সহ সংলগ্ন বেশকিছু এলাকায় দেখা যাচ্ছে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও।
শক্তিশালী দক্ষিণ-পূর্ব হাওয়ার দাপটের জেরে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টি এবং সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। অন্যদিকে বুধবার অবধি উত্তরের জেলাগুলোতে বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 27° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 26° C |
আদ্রতা | 95% |
বাতাস | 11 km/h |
মেঘে ঢাকা | 100% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও। মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি উত্তরের মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও।
আবার বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ জেলায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।