বাংলাহান্ট ডেস্কঃ জমিয়ে ঠাণ্ডা অনুভূত হতে শুরু করে দিয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, রবিবার তাপমাত্রার পারদ কিছুটা বৃদ্ধি পেলেও, আগামী ৪৮ ঘণ্টায় অনেকখানি নামবে তাপমাত্রার পারদ। মঙ্গলবারের মধ্যেই উত্তর-পশ্চিমের হাওয়া দাপট দেখাতে শুরু করবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত দুই বছর করোনা আবহে মন খুলে বড়দিন, বছর শেষ এবং বর্ষবরণের উৎসবে সামিল হতে পারেনি দেশবাসী। তবে এবার সংক্রমণের মাত্রা বেশ কম, উৎসবের দিকেই রয়েছে পাল্লা ভারী। তাই এবার জাঁকিয়ে শীতের মধ্যেও উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে মানুষজন।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 26° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 13° C |
আদ্রতা | 73% |
বাতাস | 13 km/h |
মেঘে ঢাকা | 51% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে। বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।