বাংলাহান্ট ডেস্কঃ শীত যেতে না যেতেই বর্ষা এন্ট্রি নিতে চলেছে বঙ্গে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস, শুক্রবার দুপুরের দিকে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কয়েকটি জায়গায়। তারপর আবারও আগামী সপ্তাহেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
শীত যখন ব্যাডিংপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে, তখন সেই জায়গা এবার দখল করতে আসছে বৃষ্টি। বছরের প্রথম বৃষ্টি সাময়িক হলেও, তা এখনই শুরু হওয়ার কথা জানাচ্ছে হাওয়া অফিস। জানা গিয়েছে, শুক্রবার সকালের দিকে রোদেলা আকাশ থাকলেও, বেলার দিকে দুপুরে দু এক পশলা বৃষ্টি হতে পারে।
আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘ ও রোদেলা আকাশ এবং রাতের দিকে আংশিক থেকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা অবধি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। তবে দুপুর ২ টোর দিকে আবার তাপমাত্রার পারদ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে।
সকালের দিকে ঠাণ্ডা না থাকলেও, রাতে কিন্তু কিছু গায়ে না দিলে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীত বিদায়ের কালে আবহাওয়ার এই খামখেয়ালিপনা বেশ কিছু দিন দেখা যেতে পারে বলেও জানা গিয়েছে। তবে আর যাই হোক তাপমাত্রা নামার আর কোন সম্ভাবনাই নেই। এদিকে আবার আগামী সপ্তাহের মাঝে বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং ও কালিম্পং-র বেশ কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।