বাংলাহান্ট ডেস্কঃ দানা বাঁধছে ঘূর্ণিঝড় (Cyclone)। এপ্রিলেই আবারও আমফানের স্মৃতি ফিরতে পারার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (weather office)। ভয়ঙ্কর রূপ নিয়ে ৩ রা বা ৪ ঠা এপ্রিলেই স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘টাউকটে’। তবে ঠিক কোন অংশে এর প্রভাব পড়বে সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২৯ শে মার্চ নাগাদ একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ১ লা এপ্রিল। এরপর সেটা সাগর পাড়ের অনুকূল আবহাওয়ার থেকে শক্তি বাড়িয়ে ৩ রা বা ৪ ঠা এপ্রিলেই আছড়ে পড়তে পারে স্থলভাগে।
ঝড়ের উৎপত্তি সম্পর্কে জানতে পারে গেলেও গতিপথ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ঝড়ের গতিবেগ সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিয়েছেন তাঁরা। প্রথমে ঘণ্টায় ৬৫ – ৭৫ কিলোমিটার বেগে ঝড়ের সূত্রপাত হলেও পরে গতিবেগ বৃদ্ধি পেয়ে ৮৫ কিলোমিটার হয়ে শেষের দিকে শক্তি বাড়িয়ে ঘণ্টায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছুটা অস্পষ্ট রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বাংলার উত্তরে সামান্য বৃষ্টির দেখা মিললেও, বাংলার দক্ষিণে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়ার দফতর। শিশুদের এবং বয়স্কদের বাড়ি থেকে সম্ভব হলে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির এখনই কোন দেখা নেই।