বাড়ছে ঠান্ডার প্রভাব, শিশু বয়স্কদের জন্য হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া (weather) রিপোর্ট অনুযায়ী, সোমবার এই মরশুমের দ্বিতীয় শীতলতম দিন ছিল। ২৭ ডিসেম্বরের পর ১ লা ফেব্রুয়ারীতেই তাপমাত্রার পারদ আবারও নেমেছিল বেশ খানিকটা। রিপোর্ট বলছে, গত ১০ বছরে ফেব্রুয়ারীতে তাপমাত্রার পারদ এতোটাও নীচে নামেনি।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যে হারে তাপমাত্রার পারদ নামছে, তাতে করে ১০ ডিগ্রিতেও নামতে পারে তাপমাত্রা। তাই আজ এবং আগামীকাল বয়স্ক এবং শিশুদের ভোরের দিকে এবং রাতের দিকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়ার দফতর। বাকিদের মোটা উলের গরম পোশাক ব্যবহার করার কথা বলা হয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কবার্তা।

Respite

আজকের আবহাওয়া
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস হলুদ সতর্কবার্তা দিয়েছে, এখনই বঙ্গবাসীর লেপ -কম্বল তুলে রাখার কোন প্রয়োজন নেই। শেষবেলায় অর্থাৎ ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ নাগাদ চলতে পারে এই শীতের আমেজ। বাংলার বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

delhi cold ani

ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ার বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই সময় হালকা কুয়াশা সহ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এরপর থেকে বাড়তে পারে তাপমাত্রার পারদ।


Smita Hari

সম্পর্কিত খবর