বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (weather office) আগেই জানিয়েছিল, মে মাস আসছে ঝড় বৃষ্টি নিয়ে। তারউপর ২ রা মে বাংলায় ভোট গণনার দিন আকাশের মুখ ভার থাকার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। রবিবার থেকেই টানা ৪-৫ দিন প্রবল বেগে ঝড় বৃষ্টির আগাম পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা।
ভোট গণনার সকালে ইতিমধ্যেই গণনাকেন্দ্রে ভোট গণনা শুরু হয়ে গিয়েছ। টানটান উত্তেজনার মধ্যে রয়েছে বঙ্গ রাজনীতি। আর অন্যদিকে আবহাওয়া অফিসের আশঙ্কা সত্য করতেও আকাশে দেখা যাচ্ছে মেঘ। কিছু সময়ের মধ্যেই ধেয়ে আসছে প্রবল বেগে বজ্রবিদ্যুতসহ ঝড় বৃষ্টি। শুধু ঝড় বৃষ্টিই নয়, আগামী ৬ ই মে দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ২৪ পরগণায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিগত ১ মাস ধরে একদিকে ভোটের উত্তেজনা এবং অন্যদিকে তাপমাত্রার পারদ বৃদ্ধি- সবকিছু মিলিয়ে প্রচণ্ড গরমে অস্বস্তিতে ছিল বাংলার মানুষ।
আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন না হলেও, সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে। সকালের দিকে কখনও রোদ আবার কখনও মেঘের লুকোচুরি খেলা চলছে। তবে বেলা বাড়তেই রয়েছে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস।