বাংলাহান্ট ডেস্কঃ চৈত্র পেরিয়ে বৈশাখের গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। এরই মধ্যে আবার আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, আগামী ২৩ শে এপ্রিল থেকে আরও চড়বে তাপমাত্রার পারদ। একেই বৃষ্টির দেখা নেই, তারউপর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস শুনে বেজায় চটে রয়েছে বাংলার মানুষ।
নির্বাচনের মরশুমে উত্তপ্ত রয়েছে বাংলার রাজনৈতিক পরিবেশ। এরই মধ্যে আবার সমান তালে পাল্লা দিয়ে চলছে তাপমাত্রার পারদ। মাঝে দুদিন সামান্য পরিমাণে বৃষ্টির পর, চাতকের ন্যায় বাঙালির জন্য ঝেঁপে বৃষ্টির কোন পূর্বাভাস আপাতত নেই। এখন শুধু রয়েছে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস।
বঙ্গোপসাগর থেকে আচমকাই পূবালী বায়ু প্রবেশ করায়, আবহাওয়ার সামান্য পরিবর্তন হয়েছিল। যাতে করে কিছুটা তৃপ্তি পেয়েছিল বঙ্গবাসী। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ থেকে ২৪ শে এপ্রিলের মধ্যে তাপমাত্রার পারদ উর্দ্ধগামী হওয়ার প্রবল সম্ভাবনা। যার জেরে ৪০ ডিগ্রির ঘর ছুঁয়ে যেতে পারে তাপমাত্রার পারদ।
আজকের আবহাওয়া
মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও, সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। সকাল থেকেই চড়া রোদ ঝলমল করছে চারিদিকে। বাইরে বেরোলেই, গা পুড়ে যাওয়ার জোগাড়। তবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, সামান্য ঝোড় হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।