এক ধাক্কায় কমল ৩ ডিগ্রী তাপমাত্রা, ঠাণ্ডার তীব্রতা কাঁপাচ্ছে বাংলাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ শুরু হল ঠাণ্ডার লম্বা ইনিংস। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস মতই মাঝ ডিসেম্বর পার হতেই বাংলায় জাঁকিয়ে বসল কনকনে ঠাণ্ডা। একলাফে তাপমাত্রার পারদ নামল বেশ খানিকটা নীচে। তবে মেঘের ফাঁকা দিয়ে দু এক চলতে রোদ বেরোলেও, তার যেন কোন প্রভাবই পড়ছে না বাংলার বাতাসে।

দাপট দেখাতে শুরু করে দিয়েছে পৌষের শীত। বাংলা ক্যালেন্ডারে পৌষ মাস পড়তে না পড়তেই নিজের রূপ দেখাতে শুরু করেছে ঠাণ্ডা হাওয়া। শীতের সঙ্গে সঙ্গী হয়েছে আবারও কনকনে ঠাণ্ডা হাওয়াও। একদিকে যেমন জাঁকিয়ে শীত পড়ছে অন্যদিকে বইছে উত্তুরে হাওয়াও। এবারই তো পিঠে, পুলি, পায়েস খাওয়ার উপযুক্ত সময়।

cold 1577605363

আজকের আবহাওয়া
রবিবার সকাল থেকেই বেশ ঠাণ্ডা পড়তে শুরু করে দিয়েছে। মানুষজন এবার হালকা শীত পোশাক ছেড়ে বেশ গরম আর মোটা শীত পোশাক পড়তে শুরু করে দিয়েছে। মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত দুর্বল হওয়ায় এবার উত্তুরে হাওয়া দাপটের সঙ্গে প্রবেশ করছে বঙ্গে। হাড়কাপানো শীত কাকে বলে, এবার টের পেতে শুরু করবে বাংলার মানুষ।

12360a6d3ac198447385a29bc42fd857

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। মরশুমের আজ শীতলতম দিন বলে ধারণা করা হচ্ছে। একলাফে কমেছেও বেশ খানকটা। আবহাওয়া অফিসের পূর্বাভাস মত পড়তে শুরু করেছে জাঁকিয়ে ঠাণ্ডা। সেইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছিল, অন্যান্য বারের ন্যায় এবার একটু বেশি থাকবে ঠাণ্ডার আমেজ এবং স্থায়ী হবেও বেশি দিন।

Smita Hari

সম্পর্কিত খবর