বাংলাহান্ট ডেস্কঃ তাপমাত্রার পারদ চড়লেও মেঘলা আবহাওয়া (weather) বিরাজ করছে বঙ্গে। শীতের দাপট না থাকলেও, নেই রোদের তেজও। মেঘলা আবহাওয়ায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও, কিন্তু সব জায়গায় বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। তবে বাংলার উত্তর এবং দক্ষিণের বেশকিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শীতের শেষবেলায় বৃষ্টির কিছুটা দাপট দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও, বেলার দিকে পরিস্কার রোদেলা আকাশও দেখা যেতে পারে। তবে দুপুরের দিকে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘ ও রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা অবধি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। তবে দুপুরের দিকে আবার তাপমাত্রার পারদ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে।
সকালের দিকে ঠাণ্ডা না থাকলেও, রাতে কিন্তু কিছু গায়ে না দিলে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীত বিদায়ের কালে আবহাওয়ার এই খামখেয়ালিপনা বেশ কিছু দিন দেখা যেতে পারে বলেও জানা গিয়েছে। তবে আর যাই হোক তাপমাত্রা নামার আর কোন সম্ভাবনাই নেই। এদিকে আবার আগামী সপ্তাহের মাঝে বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং ও কালিম্পং-র বেশ কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।