শীঘ্রই বদলাতে চলেছে বাংলার আবহাওয়া, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ দেশ থেকে বর্ষা বিদায় নিলেও, বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। দেখা যেতে পারে বৃষ্টি।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই আকাশ মেঘলা হতে শুরু করবে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া ও ঝাড়গ্রামের। বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে। দক্ষিণের পাশাপাশি উত্তরের দার্জিলিং এবং কালিম্পংয়েও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।

weather c79181e0 da45 11e6 bfdf 9650955a20b7

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা31° C
সর্বনিম্ন তাপমাত্রা22° C
আদ্রতা81%
বাতাস8 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

d2d630ea7f89b615aa9308e73030bbca3f640517 1540475261984 1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীত পোশাক। জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী। আর এখনই তো একদিকে পিকনিক, আর অন্যদিকে পিঠে পুলি খাওয়ার সময়।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে ও রাতের দিকে আবছা রোদ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর