বাংলাহান্ট ডেস্কঃ লক্ষ্মীপুজোতে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বাংলার উপর থেকে সরে নিম্নচাপ এখন অবস্থান করছে বিহারের উপর। যার ফলে দক্ষিণের পাঠ চুকিয়ে এবার উত্তরে ভারী বৃষ্টির ধারা বজায় থাকবে বৃহস্পতিবার অবধি। উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে শুরু হয়েছে জোর বৃষ্টি। ফুঁসছে পাহাড়ি নদীগুলিও।
তবে এই বর্ষা বিদায়ের পেছন পেছনই বঙ্গে প্রবেশ করতে চলেছে প্রাক শীতের মরশুম। দক্ষিণবঙ্গে ২১ শে অক্টোবর পরিস্কার আকাশ দেখা যেতে পারে। আর তারপরই ২২ শে অক্টোবর থেকে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এন্ট্রি নেবে প্রাক শীত বা প্রি উইন্টার পর্ব। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে রাতের তাপমাত্রা।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 30° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 26° C |
আদ্রতা | 91% |
বাতাস | 10 km/h |
মেঘে ঢাকা | 94% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপ উত্তর দিকে অবস্থান করলেও, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।