বাংলার এই ৫ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, ভারী দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ ভাদ্র পেরিয়ে আশ্বিনেও দেখা নেই শরতের মিষ্টি রোদেলা সকালের। যেন বর্ষাকালের ন্যায় বৃষ্টির ধারা পড়েই চলেছে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার কারণেই এই ভারি বৃষ্টির দাপট দেখছে বঙ্গবাসী।

রাতভোর বৃষ্টিতে জলমগ্ন বাংলার একাধিক এলাকায়। সপ্তাহের প্রথম দিক কাজে যাওয়ার পথেই, হাঁটু জল পেরোতে হচ্ছে কলকাতাবাসীকে। জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সবদিক থেকে ঘিরে রেখে বাংলাকে, বৃষ্টি থামার কোন নামই নিচ্ছে না। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানা গিয়েছে।

336354 weather 2

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা30 ° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা96%
বাতাস13 km/h
মেঘে ঢাকা97%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

cjhcbb

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাংলার দক্ষিণের একাধিক এলাকায় আজ সারাদিন চলবে এই ভারী বৃষ্টির দাপট। জল জমে গিয়েছে উত্তর ও মধ্য কলকাতার বহ্য এলাকায়। ফের জলযন্ত্রণায় কলকাতাবাসী।

bhbb

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর