বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই চড়া রোদের তাপে সেদ্ধ হচ্ছে বাংলার মানুষ। চাতকের মত বৃষ্টি চাইলেও, আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস এবং শুধু উত্তর দিকের জন্য। জানা গিয়েছে, ২৪ ঘণ্টায় উত্তরের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণের জেলায় সেসব সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও। আগামীকাল কলকাতা সহ বেশকিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে, তেমনই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও রয়েছে।
অন্যদিকে, প্রথম ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে উত্তরের বাকি জেলাগুলোতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে। তবে তাপমাত্রার বিশেষ একটা পরিবর্তন নাও হতে পারে।
আজকের আবহাওয়া
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন না হলেও, কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সকাল থেকে চড়া রোদ দেখা গেলেও, মাঝে মাঝে আবছা আকাশও দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রয়েছে তাপমাত্রার পারদ বৃদ্ধির সম্ভাবনা। আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ রাজ্যের দু একটি জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।