নিম্নচাপের চোখ রাঙ্গানির মাঝেই ১০ জেলায় হতে পারে ভারী বৃষ্টি: আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গতকালের মনোরম আবহাওয়ার পর, আজ আবারও বাড়তে পারে তাপমাত্রার পারদ। বৃষ্টির পূর্বাভাসের মাঝেই ভ্যাপসা গরমের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর (weather office)। আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ইতিমধ্যেই সকাল থেকে আকাশের মুখ ভার রয়েছে।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী দুদিন দুই চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা34° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা90%
বাতাস5 km/h
মেঘে ঢাকা95%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বেশকিছুটা বাড়তে পারে তাপমাত্রার পারদ।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বাংলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে ২১ শে জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে বুধবার থেকে বদলাবে আবহাওয়ার প্রকৃতি। ওড়িশা উপকূল এবং বাংলার উত্তর এবং দক্ষিণের বেশকিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ এবং আগামী দুদিন ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার উত্তর এবং দক্ষিণের বেশ কিছু এলাকায়।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বৃষ্টিপাত এবং রাতের দিকে কয়েকবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর

X