আজ থেকে হতে পারে আবহাওয়ার উন্নতি, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আষাঢ় মাসের শুরু থেকেই বৃষ্টি বেশ দাপট দেখাতে শুরু করে দিয়েছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। কোন বিরাম নেই। তবে রবিবার সকালের দিকে অল্প সময়ের জন্য থামলেও, বাকি দিনটা সেই অভাব মিটিয়ে দিয়েছে। আবারও সোমবার সকালেও কিছুক্ষণের জন্য বৃষ্টির সাময়িক বিরতি লক্ষ্য করা যাচ্ছে।

একদিকে দক্ষিণ বাংলাদেশের অপর থাকা ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার সক্রিয় মৌসুমী বায়ুও। সবমিলিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাস্প স্থলভাগে প্রবেশ করার কারণে, বৃষ্টির বিরাম নেই। তবে সোমবার থেকে কিছুটা আবহাওয়া উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

4 17

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা31° C
সর্বনিম্ন তাপমাত্রা25° C
আদ্রতা94%
বাতাস0 km/h
মেঘে ঢাকা99%

kolkata rain 1565257055

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

টানা বৃষ্টির জেরে বাংলার দক্ষিণের কলকাতা, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। যার জেরে ইতিমধ্যেই বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

6 11

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর